৬নং কেরোয়া ইউনিয়নের
ইতিহাস
* বৃহত্তর নোয়াখালী জেলায়, বর্তমান
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন,
রায়পুর পৌরসভার পূর্ব
দিকে ৬নং কেরোয়া ইউনিয়ন
টি অবস্থিত। এর উত্তরে ফরিদগঞ্জ
উপজেলা, উত্তর ও পূর্ব দিকে রামগঞ্জ
উপজেলার ৫নং চন্ডিপুর, ৬নং লামচর
ইউনিয়ন।দক্ষিনে ৭নং বামনী ইউনিয়ন।
একসময় ডাকতিয়া নদীবেষ্টিত ছিল এই
ইউনিয়ন।পরে উক্ত নদীতে চর
সৃষ্টি হয়ে অত্র ইউনিয়নের আভির্ভাব হয়।
কালক্রমে বৃটিশ আমলে প্রখাত জমিদার
বাড়ী রায়পুর সরকারী ডিগ্রি কলেজ
সংলগ্ন মিয়ার
বাড়িতে কেরোয়া ইউনিয়ন বোর্ড অফিস
হিসাবে প্রতিষ্টিত হয়।
এই ইউনিয়নে হিন্দু,মুসলিম সব
সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে।লামচরী কাঃফাজিল মাদ্রাসা,লুধুয়া মাদ্রাসা,এম রহমান আলিম মাদ্রাসা,লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয় সহ অসংখ্য ছোট, বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
৬নং কেরোয়া ইউনিয়েনে রয়েছে বড় ৪টি বাজার।
যার মধ্যে মিরগঞ্জ বাজার সবচেয়ে বড়
বাজার এছাড়া ও নয়ার হাট ও মোল্লার
হাট বাজার ।
৬নং কেরোয়া ইউনিয়নে জন্মগ্রহন
করেছে অনেক গুনী মানুষ। যারা আজ
বিশ্বের বিভিন্ন দেশে সম্মানের
সাথে সরকারী বেসরকারী উচ্চ
পদে রয়েছেন। সবকিছু মিলেয়ে কেরোয়া
ইউনিয়ন একটি মডেল
এবং ঐতিহ্যবাহী ইউনিয়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS