১০ নং ভাটরা ইউনিয়ন।
রামগঞ্জ উপেজলায় ১০ ভাটরা ইউনিয়ন একিট আদর্শ ইউনিয়ন।প্রাচিন কালে এই জনপদিট জোয়ার ভাটরা নামে পরিচিত ছিল। লোক মুখে শুনা যায় কোন এক কালে নদীর অববাহিকায় জোয়ার-ভাটায় সৃষ্টি হয় এই জনপদ। কালের পরিক্রমায় জোয়ার ভাটা থেকে জোয়ার ভাটরা, পরে এই ইউনিয়নের নাম হয় ভাটরা।
প্রাচিন কাল থেকে ইতিহাস-ঐতিহ্যে, শীক্ষা,দীক্ষা,সাহিত্য,সংস্কৃতিতে অন্য সব ইউনিয়ন থেকে ভাটরা ইউনিয়ন আপন মহিমায় সমুজ্ঝল।
লক্ষ্মীপুর জেলার উওর পূর্ব কোনায়,চাঁদপুর জেলার পূর্ব দক্ষীন কোনায়, নোয়াখালী জেলার পশ্চীম উওর কোনায় এই তিন জেলার মিলন মেলায় ভাটরা ইউনিয়নের অবস্থান।
ভাটরা ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।
(ক) নামঃ ১০ নং ভাটরা ইউনিয়ন।
(খ) আয়তনঃ ১৫ বর্গ কিলোমিটার।
(গ) লোকসংখ্যাঃ ৩০৩৩৬ জন।
(ঘ) গ্রামের সংখ্যাঃ ২০টি
(ঙ) মৌজার সংখ্যাঃ ২০ টি
(চ) হাট বাজারের সংখ্যাঃ ০২ টি ০১। ভাটরা বাজার ০২। দল্টা বাজার।
(ছ) শিক্ষার হারঃ ৫২.৩৩%
(জ) কলেজঃ ০১ টি (দল্টা কলেজ)
(ঝ) উচ্চ বিদ্যালয়ঃ ০২ টি (০১) ভাটরা উচ্চ বিদ্যালয়।
(০২) দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়।
(ঞ)সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫ টি।
(ট) বেসরকারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। ০২ টি।
(ঠ) মাদ্রাসার সৎখ্যাঃ ১৫টি
(ড) মসজিদের সংখ্যাঃ ৫০ টি
(ঢ) ব্যাংকঃ ০২ টি (০১) জনতা ব্যাংক,ভাটরা বাজার।
(০২)রুপালী ব্যাংক ।
(ণ) সেনিটশনঃ ১০০% চলমান
(ত) জন্ম নিবন্দ্ধনঃ ১০০% চলমান
(থ) জমির পরিমানঃ ২৫৭৪.৮০ একর
(দ) রাস্তাঃ ৮৩ কিলোমিটর (প্রায়) (০১) পাকা রাস্তা=২৮ কিঃমিঃ (০২)কাঁচা রাস্তা=৫৫ কিঃ মিঃ প্রায়
(ধ) যোগাযোগ ব্যাবস্থাঃ রিক্সা, সিএনজি অটোরিক্সা,পিক আপ ভেন,ট্রাক ইত্যাদি।
(দ)দ্বায়ীত্বরত চেয়ারম্যানঃ জনাব মোস্তফা কামাল ভাট।(ভারপ্রাপ্ত)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS