রামগঞ্জ উপজেলায় “জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান” প্রকল্পে জেলে নিবন্ধন কার্যক্রম চলছে। জেলেদের নিবন্ধন কার্যক্রম চলবে ২১-০৮-২০১৪ খ্রিস্টাব্দ তারিখ হতে আগামী ১৬-০৯-২০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত।
জেলে নিবন্ধনের শর্তসমূহ ঃ
০১। কমপক্ষে ৬মাসের উদ্র্ধে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে ( বেড় জাল, বেয়াল জাল, টেটা, বড়শি ইত্যাদির মাধ্যমে মাছ ধরে বিক্রি করে)
০২। রামগঞ্জ উপজেলার স্থায়ী নাগরিক হতে হবে
০৩। জাতীয় পরিচয়পত্র (অত্র উপজেলার) থাকতে হবে।
০৪। মোবাইল নম্বর
সংশ্লিষ্ট সকলকে প্রকৃত জেলে নিবন্ধন কার্যক্রমে সহযোগীতা করার জন্য অনুরোখ করা গেল।
কাজী মাহবুবুল আলম
উপজেলা নির্বাহী অফিসার
রামগঞ্জ, লক্ষ্মীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS