Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত (মন প্রতি ৯২০ টাকা) মূল্যে সাধারণ কৃষকদের নিকট হতে ধান ক্রয় করা প্রসঙ্গে
বিস্তারিত

 

রামগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন হতে প্রকৃত কার্ডধারী কৃষকদের নিকট হতে বোরো ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ২৩ টাকা (প্রতিমণ ৯২০ টাকা) নির্ধারণ করা হয়েছে। যাহার আদ্র্রতা ১৭%-১৮%। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কৃষকদের নিকট হতে ধান ক্রয় করা হবে। চিটা বিহীন শুকনা ধান নিয়ে সরাসরি চলে আসুন রামগঞ্জ বাস স্টান্ড সংলগ্ন (সোনাইমুড়ি রোড) উত্তর পাশে খাদ্য গুদামে। একজন কৃষক কমপক্ষে এক বস্তায় ৫০ কেজি বোরো ধান এবং সর্বোচ্চ ৩ টন ধান গুদামে নিয়ে বিক্রি করতে পারবেন। যেকোন কৃষক ধান নিয়ে খাদ্য গুদামে গেলে তাদেরকে কোন ধরণের হয়রানি করা হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের জন্য আন্তরিক সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
কোন কৃষক খাদ্য গুদামে ধান নিয়ে গেলে গুদাম কর্তৃপক্ষ ধান ক্রয় করতে না চাইলে কিংবা কোন দালাল-ফড়িয়া কর্তৃক কেউ অযথা হয়রানির শিকার হলে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ০১৭৮৮-৫৭৭৭১২ নং মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।
এ ছাড়াও ধান বিক্রয় সংক্রান্তে বিভিন্ন বিষয়ে জানার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তার সাথে ০১৭১২-৬৬০৬০৩ নং মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
12/05/2016